Saturday , 15 March 2025
নিজের খামার এ কর্মব্যস্ত শামীম হোসেন

ব্রাকের চাকরি ছেড়ে দিয়ে লেয়ার মুরগির খামার করে সফল উদ্যোক্তা হয়েছেন শামিম।

॥ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

লেখাপড়া শেষ করে ব্র্যাকে চাকরিতে যোগদান করেন সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের খেইস্বর গ্রামের শামিম হোসেন। কিন্তু সব সময় নিজেই উদ্যোক্তা হতে চাইতেন তিনি।

সেই ইচ্ছা থেকেই ব্র্যাকের চাকরি ছেড়ে দিয়ে লেয়ার মুরগির খামার করার পরিকল্পনা করেন। প্রথমে ক্ষুদ্র পরিসরে শুরু করেন তিনি। ব্র্যাকে পাঁচ বছর চাকুরির জমানো টাকা এবং তার পিতার কিছু জমি লিজ দিয়ে একটি সুন্দর লেয়ার খামার তৈরি করেন।

 

 আমি খামার করার আগে আমি ব্রাকে চাকুরি করতাম এবং চাকুরির বেতন থেকে আমি প্রতিমাসে সঞ্চয়ী করতাম। আমার একটা পরিকল্পনা ছিল আমি উদ্যাক্তা হবো। সেই চিন্তা মাথায় রেখে ৫ বছর চাকুরি শেষে আমি লেয়ার মুরগীর খামারকেই বেছে নিয়েছি।

শামিম হোসেন উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের খেইস্বর গ্রামের বাসিন্দা। ডিমের চাহিদার কথা চিন্তা করে লেয়ার মুরগির খামার করেন। বাড়ির পাশেই পারিবারিক জায়গাতে শামিম তার বেতনের জমানো টাকা ও জমি লিজের টাকা দিয়ে ১৩০০ মুরগি নিয়ে খামারের যাত্রা শুরু করেন।

১৪/১৫ মাস খামারের বয়স এ পর্যন্ত ১৩ লাখ টাকা খরচ হয়েছে এবং সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছে প্রায় ৭ লক্ষ টাকা। শামিমের লেয়ার মুরগির খামারের কথা এলাকায় ছড়িয়ে পড়ায় তার খামার থেকেই এলাকার মানুষ ও পাইকাররা এসে ডিম কিনে নিয়ে যায়, ফলে ভালোই লাভ হয়।

খামার নিয়ে শামিম হোসেনের সাথে কথা বললে তিনি জানান, আমি খামার করার আগে আমি ব্রাকে চাকুরি করতাম এবং চাকুরির বেতন থেকে আমি প্রতিমাসে সঞ্চয়ী করতাম। আমার একটা পরিকল্পনা ছিল আমি উদ্যাক্তা হবো। সেই চিন্তা মাথায় রেখে ৫ বছর চাকুরি শেষে আমি লেয়ার মুরগীর খামারকেই বেছে নিয়েছি।

প্রাথমিক অবস্থায় ১৩০০ শত মুরগী দিয়ে খামার শুরু করি। ডিমের শতকরা ৯৫% হইতে ৯৭% ডিম পেয়েছি এবং তখন ডিমের বাজার খুব ভাল ছিল ১২০০/১২৫০ মুরগি এখনো আছে। এখন ডিমের শতকরা ৮৫% বর্তমান ডিম দিচ্ছে। যেহেতু মুরগীর বয়স এখন ১৪ মাস সেহেতু ডিম যা আছে আলহামদুলিল্লাহ ভাল। আমি মনেকরি যে, নতুন যারা উদ্যোক্তা হতে চান, তাদের এখনো ভাল কিছু কর্ম হয় নাই। সেক্ষেত্রে আমি লেয়ার খামার করতে সমর্থন করবো।

তারা যেন নিজে কিছু করে এবং স্বাবলম্বী হয় নিজের উন্নয়ন করতে পারে। উদ্যোক্তা হিসাবে আমি এইটুকু বলবো যে,এইটা একটা লাভজনক ব্যবসা। চাহিদার তুলনায় লেয়ার মুরগির এখনো অনেক ঘাটতি আছে। সেই হিসাবে উদ্যোক্তাদের বলবো সোনালী, লেয়ার, বয়লার বিভিন্ন জাতের মুরগী বাংলাদেশে আছে যা চাষ করে আয়ের উৎস হবে প্রোটিনের চাহিদা মিটবে পাশাপাশি বেকার সমস্যা দূর হবে।

উল্লাপাড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ভেটেরিনারী সার্জন ডাঃ টি,এম,মহিবুর রহমান গ্লোবাল সংবাদ কে বলেন, উল্লাপাড়া উপজেলায় মূলতঃ ডেইরি খামার ভিত্তিক জনগণ বেশি তবে এখানে হাস-মুরগীর সংখ্যাও অনেক বেশি অত্র উপজেলাতে মোট মুরগীর খামারী আছে ৭৫০ টি, মোট মুরগীর সংখ্যা ১,৩৪,১৩৪টি এবং প্রতিদিন এই উপজেলাতে ডিম উৎপাদনের পরিমান ২২৩৭০টি ২০২৪-২৫ অর্থ বছরে অত্র উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালের মাধ্যমে আমরা প্রায় ১২০০ খামারিকে মুরগীর উপরে প্রশিক্ষন প্রদান করেছি যেহেতু আমাদের ডিমের চাহিদা বাংলাদেশে মাথা প্রতি ১০৩ সেই হিসাবে এই উপজেলাতে লোক সংখ্যা প্রায় সাড়ে ছয়লক্ষ সে হিসাবে এই উপজেলাতে ডিমের চাহিদা একষট্রি লক্ষ আশি হাজারের মতো সেখানে আমরা ডিম উৎপাদন করতে পেরেছি ৫৮১১৪৯০ টি আমরা প্রায় চাহিদার কাছাকাছি পৌছিছি তবে সরকারের সূযোগ সুবিধা গুলো পেলে তাহলে অত্র উপজেলার প্রত্যেকটা মানুষের যে ডিমের চাহিদা আছে সেই চাহিদাটা পুরন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।

Check Also

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “সম্মিলিত প্রয়াস” রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতঃ

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা’র …