Saturday , 31 January 2026

মোংলা রামপল আসনে সকল প্রকারের সন্ত্রাসীদের হাত থেকে দখল মুক্ত করার অঙ্গিকার করেন শেখ ফরিদ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-০৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

একটি দল সাধারণ লোকজনের কাছ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করে প্রলুব্ধ করার পাশাপাশি যারা এলাকার বাহিরে রয়েছে তাদের হয়ে জাল ভোট প্রদাণের ষড়যন্ত্র চালাচ্ছে। আপনারা ভোট কেন্দ্রে সজাগ থাকবেন আর কেউ কোন অপৎরতা চালাতে গেলে তা রুখে দিবেন।

এ সময় প্রধান অতিথি বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, এ জনপদ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, চিংড়ি ঘের ও জমি দখল সম্পূর্ণভাবে নির্মুল করা হবে। এসব এ জনপদের উন্নয়ন ও শান্তির প্রতিবন্ধকতা। তাই এগুলো কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। যে কোন মূল্যে এ জনপদে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। তিনি আরো বলেন, একটি দল সাধারণ লোকজনের কাছ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করে প্রলুব্ধ করার পাশাপাশি যারা এলাকার বাহিরে রয়েছে তাদের হয়ে জাল ভোট প্রদাণের ষড়যন্ত্র চালাচ্ছে। আপনারা ভোট কেন্দ্রে সজাগ থাকবেন আর কেউ কোন অপৎরতা চালাতে গেলে তা রুখে দিবেন। আগামীতে ধানের শীষ প্রতীকের ভোট বিপ্লবের মধ্যদিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।

পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় অন্যান্যদের বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর মহিলা দলের বেবী রহমান, দুলি সরদার, কমলা বেগম, তাসলিমা বেগম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন, খোরশেদ আলম, বাবলু ভূইয়া, শাহজাহান ফকির, পৌর যুবদলের আহবায়ক ইমান হোসেন রিপন, সদস্য সচিব আবুল কাশেম, যুবদল নেতা রতন মাহমুদ, ওয়াসিম আরমান, সুমন মল্লিক, মুহাম্মাদ আল মামুন, হোসেন গাজী, জসিম গাজী, ওয়ার্ড বিএনপি নেতা মোস্তফা কামাল আদো, শ্রমিক দল নেতা মোঃ মনিরুজ্জামান, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির সহ স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।

Check Also

স্বাপ্নিক প্রিপারেটরি স্কুলে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ শী তের আমেজে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও সংস্কৃতি …