Thursday , 8 May 2025

১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন নিয়ে ছিনিমিন না খেললে শেখ হাসিনাকে এক কাপড়ে পালাতে হতনা-বিএনপি নেতা অমিত

॥ মাসুদ রানা, বাগেরহাট  জেলা প্রতিনিধি ॥

০১৪, ১৮ ও ২৪ সালের সংসদ নির্বাচন নিয়ে ছিনিমিন না খেললে শেখ হাসিনাকে এক কাপড়ে পালাতে হতনা বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

 

যে উদ্দেশ্য নিয়ে ২০০৯ সালে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের লড়াই শুরু করেছিলাম, সেই লড়াই এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। দেশের বিরুদ্ধে হাজারও ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, লক্ষ নেতা-কর্মিদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন তারা। মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্য টাটিবুনিয়া স্কুল মাঠে দুপুরে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব বলেন। বিএনপি নেতা অমিত বলেন, যে উদ্দেশ্য নিয়ে ২০০৯ সালে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের লড়াই শুরু করেছিলাম, সেই লড়াই এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। দেশের বিরুদ্ধে হাজারও ষড়যন্ত্র হচ্ছে।

একটি অর্ন্তবর্তী সরকারের কাছে জনগনের যে প্রত্যাশা ছিল, অপিরহার্য সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু দূর্ভাগ্য ভোটাধিকারসহ গনতন্ত্রের কথা বলতে গেলে আমাদেরকে শুনতে হয় নতুন বন্দোবস্তের সাথে নাকি আমরা তাল মিলাতে পারছিনা।

Check Also

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ 

॥ মাসুদ রানা, বাগেরহাট  জেলা প্রতিনিধি ॥ সু   ন্দরবনের হুলার ভারানী খাল থেকে ৪২ …