Saturday , 5 April 2025

সিরাজগঞ্জ-৬৫ উল্লাপাড়া ৪ আসনে মনোনয়ন তুললেন জাসদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বকুল

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

বিবার (২৬/১১/২০২৩) বিকেল ৪টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ প্রার্থী বীরমুক্তিযোদ্বা মোস্তফা কামাল বকুল মনোনয়ন তুলেছেন।

 ১৯৭৯ সালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ছাত্র সংসদের জিএস এবং ১৯৮০ সালে ভিপি নির্বাচিত হন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মহসিন আলী হল জাসদ ছাত্রলীগের সভাপতি ছিলেন।

 বিকেলে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন ও নির্বাচন কর্মকর্তা মাসুদ রানার নিকট থেকে মনোনয়ন ফরম তোলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সভাপতি আতাউর রহমান রাজু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি মাষ্টার। এছাড়াও জাসদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোস্তফা কামাল বকুল ১৯৭১ সালে নবম শ্রেণীর ছাত্র থাকাকালে কনিষ্ঠ হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৯ সালে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ছাত্র সংসদের জিএস এবং ১৯৮০ সালে ভিপি নির্বাচিত হন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মহসিন আলী হল জাসদ ছাত্রলীগের সভাপতি ছিলেন। এছাড়া প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষে আজও রাজনীতিতে সক্রিয় । তিনি জেলা সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ছিলেন।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …