॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
বু ধবার ১০ ডিসেম্বর ২০২৫. সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক আয়োজিত সিরাজগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ টি পরিবারদের মাঝে প্রায় দেড় কোটি টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সড়ক দুর্ঘটনার পর হতে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নিজ জেলা বিআরটিএ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্ট সহ আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য মনোনীত হলে এই সুবিধা পাবেন ক্ষতিগ্রস্থ পরিবার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: আমিনুল ইসলাম মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান বিআরটিএ বাংলাদেশ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
সিরাজগঞ্জে কর্মরত বিআরটিএ কর্মকর্তাবৃন্দ, নিরাপদ সড়ক চাই সংগঠনের অতিথিবৃন্দ, সুধীজন এবং নিহত পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে সহযোগিতা করার জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ সরকার।
সড়ক দুর্ঘটনার পর হতে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নিজ জেলা বিআরটিএ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্ট সহ আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য মনোনীত হলে এই সুবিধা পাবেন ক্ষতিগ্রস্থ পরিবার। এ সময় পর্যায়ক্রমে প্রধান অতিথি চেক তুলে দেন, নিহত পরিবারের সদস্যদের হাতে। সবশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল