॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
আ গামী ০৩ সেপ্টেম্বর ২০২৫. সিরাজগঞ্জ শহীদ এ, কে, শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন উপলক্ষে মাঠের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গণপতি রায়।সরেজমিনে দেখা যায় মাঠে চলছে শেষ মুহূর্তের ঘাস কাটা, গ্যালারি রং করা, টেজ তৈরির কাজ , ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সব কিছু ঠিকঠাক আছে কিনা সার্বিক খোঁজখবর নেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব গণপতি রায় মহোদয়।
সরেজমিনে দেখা যায় মাঠে চলছে শেষ মুহূর্তের ঘাস কাটা, গ্যালারি রং করা, টেজ তৈরির কাজ , ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সব কিছু ঠিকঠাক আছে কিনা সার্বিক খোঁজখবর নেন
উল্লেখ্য আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৩, ঘটিকায় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করবেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটগণ, ক্রীড়া অফিসার নুরে এলাহী, ক্রীড়া অফিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রিড়া পরিচালনাকারী সংশ্লিষ্ট সহকর্মীবৃন্দ এবং উপস্থিত ছিলেন- হারুন অর রশিদ খান হাসান সাবেক সাধারণ সম্পাদক জেলা স্টেডিয়াম ও সভাপতি সিরাজগঞ্জ প্রেসক্লাব , প্রমূখ ।