Sunday , 17 August 2025

সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

॥ নিজস্ব প্রতিনিধি ॥

দর উপজেলা দলের খেলোয়াড়দের সাক্ষরিত রেজিষ্ট্রেশন ফরম ম্যানেজার হাসান ও কোচ সিরাজী হাতে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।

আগামী ৩ সেপ্টেম্বর তারিখ থেকে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের সিরাজগঞ্জ সদর উপজেলা ফুটবল দলের সদর উপজেলা বাসিন্দা ১৮ জনের মধ্যে ১৭ জন খেলোয়াড়ের রেজিষ্ট্রেশন ফরম স্বাক্ষর সম্পন্ন হয়েছে

 

উল্লেখ্য সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও সদর পৌরসভা নিয়ে ১০টি দল নকআউট পদ্ধতিতে অংশ গ্রহণ করবে। প্রতিটি দলে স্ব স্ব উপজেলার ১৮ ফুটবল খেলোয়াড়কে রেজিষ্ট্রেশন করতে হবে।

রবিবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন সদর উপজেলা ফুটবল দলের ১৭ জন খেলোয়াড়দের স্বাক্ষরিত রেজিষ্ট্রেশন ফরম সত্যায়িত করে তা দলের ম্যানেজার সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান ও কোচ জাতীয় দলের প্রাক্তন কৃতি ফুটবল খেলোয়াড় মহিউদ্দিন ইবনুল সিরাজীর হাতে তুলে দেন।

সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী সিরাজগঞ্জ সদর উপজেলা ফুটবল দলের স্থানীয় ১৮ জন খেলোয়াড়দের মধ্যে যে ১৭ জন ফুটবল খেলোয়াড় রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে স্বাক্ষর করেছেন তারা হচ্ছেন,মোঃ ফাহিম,মোঃ মানিক, শফিকুল ইসলাম, মাহিন শেখ ,ইমরোজ খান, জুলিয়াস আমর তানহা, নাঈম রহমান, মেরাজুল ইসলাম, মোঃ হৃদয়, আব্দুল আওয়াল, শহীব হোসেন, শাহীন রেজা, মোঃ শিশির,  জয়ন্ত লাল, মামুন হোসেন, সৌরভ আলী শেখ ও জুহান আহমেদ।
ম্যানেজার মোঃ হারুন অর রশিদ খান হাসান ও কোচ মহিউদ্দিন ইবনুল সিরাজী।

উল্লেখ্য সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও সদর পৌরসভা নিয়ে ১০টি দল নকআউট পদ্ধতিতে অংশ গ্রহণ করবে। প্রতিটি দলে স্ব স্ব উপজেলার ১৮ ফুটবল খেলোয়াড়কে রেজিষ্ট্রেশন করতে হবে। সিরাজগঞ্জ সদর উপজেলা ও সদর পৌরসভার দলে সদর উপজেলার খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন করতে হবে। কোন উপজেলার খেলোয়াড় যদি অন্য উপজেলা দলের রেজিষ্ট্রেশন করতে চায় তবে সেই খেলোয়াড়কে তার উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট থেকে ছাড়পত্র নিতে হবে। প্রতিটি দলে ৪জন করে বহিরাগত ( দেশী-বিদেশী) খেলোয়াড় রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে খেলতে পারবেন।

Check Also

পাংশায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে সামারি ট্রায়াল অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে …