Wednesday , 12 March 2025

চার ডাকাত আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা৷

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপার এলাকায় আবু তাহেরের বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন ও চার ডাকাতকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা।

 

ধারণা করা হয় দূস্কৃতিকারীরা আগেই ঘরে ঢুকে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়। এই ঘটনায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে সলংগা থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়।

ইতিপূর্বে অস্রসহ গ্রেফতারকৃত আসামী মোঃ মাহবুব খান(৩২) পিতা-মৃত চান খা, সাং-লাহিরীবাড়ী বাগবাড়ী, থানা-কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ এর প্রদানকৃত তথ্য মোতাবকে ডাকাতি ঘটনার সাথে জড়িত আসামী মোঃ আহসান হাবীব (৪৫), পিতা-মোঃ আঃ হামিদ শেখ, সাং-তাড়টিয়া, থানা-সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ, ও মোঃ ইমরান সেখ (৩৯), পিতা-মোঃ আঃ মালেক সেখ, সাং-চরতেলিজানা, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে ০৯ ফেব্রয়ারী ২০২৫ ইং সময় ১৯.৩০ ঘটিকায় সলঙ্গা থানাধীন পাঁচলিয়া বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করা হয় এবং আসামী মোঃ ইমন শেখ (২২), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং- সয়াধানগড়া পুকুর চালা, থানা ও জেলা-সিরাজগঞ্জকে একই তারিখ সময় ২০.৫০ ঘটিকায় সিরাজগঞ্জ থানাধীন পৌরসভাস্থ সয়াধানগড়া খাঁ পাড়া বউ বাজারস্থ আসামীর নিজস্ব মা জুয়েলার্স নামক দোকান হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তাদের কাছ থেকে আড়াই ভরি গলিত সোনা, ০৩ টি মোবাইল ফোন, ০১ টি এলইডি টিভি, ০১ টি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী ২০২৫ ইং আল মামুন ইসলাম (মুন্না), পিতা-মোঃ আবু তাহের, সাং-হরিনচড়া (পুকুরপাড়), সাং-সলংগা, জেলা-সিরাজগঞ্জ এর পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে মাথা ঝিম ঝিম করে এবং ঝিমিয়ে পড়ে। ৩০ জানুয়ারূ ২০২৫ ইং রাত্রী অনুমান ১২.২০ ঘটিকার সময় ০৫/০৬ জন অজ্ঞাতনামা দৃষ্কৃতিকারীরা আল মামুন ইসলাম এর ঘরের দরজা ভেঙ্গে জোরপূর্বক ভিতর ঢুকে পরিবারের সদস্যদেরকে মারপিট ও কিল-ঘুষি মেরে লোহার শাবল, ছোঁড়া ও পিস্তল সাদৃশ্য অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের হার, মালা, বালা, আংটি, চেইন, ০৬টি মোবাইল ফোন, এলইডি টেলিভিশন, নগদ টাকাসহ ০১টি ডিসকভার মোটর সাইকেল সর্বমোট অনুমানিক মূল্য ১৪,০০,০০০/- টাকার মালামাল লুষ্ঠন করে নিয়ে পালিয়ে যায়। ধারণা করা হয় দূস্কৃতিকারীরা আগেই ঘরে ঢুকে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়। এই ঘটনায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে সলংগা থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়।

Check Also

মোংলা ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর …