॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি জপুর জেলার ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনাস্থ রসুলপুর বিউপি অন্তর্ভুক্ত রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে একজন নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য ভারতীয় নাগরিক বাংলাদেশের নাগরিক একজন পুরুষ ২জন শিশু ও দুইজন নারী সহ মোট ৬ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনাস্থ রসুলপুর বিওপি’র সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর পলিপাড়া মৃত জহিরুল চৌধুরীর বাড়ি থেকে ভারতীয় নাগরিক নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য নেপাল দাস সহ ৬ জনকে আটক করা হয় তথ্য সুত্র ও জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত নেপাল বর্মণ একজন মানবপাচারকারী সে ২০২২ সাল থেকে ভারতে নারী ও শিশু পাচার করে আসছে এবং তাঁরা একটি সংঘবদ্ধ দল নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য অন্যান্যরা দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা বাজার
বিজিবি সুত্রে জানা গেছে ভারতের দক্ষিণ দিনাজপুরের নয়ী থানার মারগাঁওয়ের শূতিস বর্মণের ছেলে নেপাল বর্মণ ২০২২ সাল থেকে ভারতীয় বৈধ্য পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন সময়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ হতে ভারতে নারী ও শিশু পাচার করে আসছে এরই ধারাবহিকতায় গত ২২ অক্টোবর ২০২৫ তারিখ হিলি আইসিপি দিয়ে বাংলাদেশে বৈধভাবে প্রবেশ করে নেপাল বর্মণ এরপর নওগাঁ জেলার মহাদেবপুর থানার শালবাড়ী গ্রামের মৃত মিঠু চন্দ্রর স্ত্রী ২ সন্তানের জননী জলি রানীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গত ২৬ অক্টোবর কোর্টের মাধ্যমে বিয়ে করে বিবাহিতা স্ত্রী জলি রানী ২ সন্তানসহ নওগাঁ জেলার পত্নীতলা থানার বড় চাঁদপুর গ্রামের শ্রী বিজন কুমার দাস ও স্ত্রী শ্রীমতি লিপি কুমার দাসকে কাজের প্রলোভন দেখিয় গত ৪ নভেম্বর ২০২৫ তারিখ বৈধভাবে ভারতে পাচারের সকল কার্যক্রম সম্পন্ন শেষে গত ৬ নভেম্বর ২০২৫ তারিখ দিনাজপুর জেলার ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনাস্থ রসুলপুর বিউপির সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর পলিপাড়ার মৃত জহিরুল চৌধুরীর বাড়িতে আত্মগোপনে থাকা ভারতীয় নাগরিক নারী ও শিশু পাচারকারী নেপাল বর্মণসহ ৬ জনকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি’র রসুলপুর বিউপির একটি নিয়মিত টহল দল।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনাস্থ রসুলপুর বিওপি’র সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর পলিপাড়া মৃত জহিরুল চৌধুরীর বাড়ি থেকে ভারতীয় নাগরিক নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য নেপাল দাস সহ ৬ জনকে আটক করা হয় তথ্য সুত্র ও জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত নেপাল বর্মণ একজন মানবপাচারকারী সে ২০২২ সাল থেকে ভারতে নারী ও শিশু পাচার করে আসছে এবং তাঁরা একটি সংঘবদ্ধ দল নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য অন্যান্যরা দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা বাজার এলাকার মোঃ ভোলা মোঃ রোস্তম মোঃ শহিদুল এর যোগসাজসে ভারতীয় পাচারকারী নেপাল বর্মন বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে নারী ও শিশু পাচার করে আসছে আটককৃতদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ও মানবপাচারকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল