Tuesday , 20 May 2025

দোহারে মৈনটঘাটে ভাঙন প্রতিরোধে বিশেষ দোয়া

॥ শেখ রানা, বিশেষ প্রতিনিধি ॥

ঢাকার দোহারের মৈনটঘাটের নদী ভাঙন রোধ করতে দোয়ার আয়োজন করা হয়েছে। শিলাকোঠা মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেবের আহ্বানে এ দুআর আয়োজন করা হয়।

 

মাহমুদপুর দারুস সুন্নাহ বালিকা মাদরাসর মোহতামীম মুফতি আলমাস হোসাইনের পরিচালনায় দুআ ও মুনাজাত করেন ঐতিহ্যবাহী বাস্তা মাদরাসার মোহতামীম হাফেজ কারী আব্দুল ওয়াহাব দোহারী।

বুধবার সকালে মৈনটঘাটে এ দুআর আয়োজন করা হয়। এতে আসেপাশের ইমাম, মুসুল্লি,মাদরাসার ছাত্র ও সাধারন জনতা অংশগ্রহণ করেন। মাহমুদপুর দারুস সুন্নাহ বালিকা মাদরাসর মোহতামীম মুফতি আলমাস হোসাইনের পরিচালনায় দুআ ও মুনাজাত করেন ঐতিহ্যবাহী বাস্তা মাদরাসার মোহতামীম হাফেজ কারী আব্দুল ওয়াহাব দোহারী।

এসময় আরো উপস্থিত ছিলেন শিলাকোঠা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা আব্দুর রউফ , জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরীষদের সহ সভাপতি মাওলানা টিপু সুলতান মাহমুদপুর মাহমুদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাফেজ তাওহিদুল ইসলাম,

সেক্রেটারি হাফেজ ওমর ফারুক, মাহমুদপুর ৩ নং ওয়ার্ড সদস্য ফরীদ হাসান, বাংলাদেশ মুজাহিদ কমিটি দোহার থানা শাখার সহকারী ইমাম মুফতি খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহ সাংগঠনিক সম্পাদক

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …