Tuesday , 14 October 2025

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান:

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

ক্রী ড়াই  শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। এই প্রতিপাদ্য কে সামনে রেখে, সিরাজগঞ্জ শহীদ এ,কে, শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

ছেলেমেয়েদের এই মনমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগিতা মনোযোগ সহকারে উপভোগ করেন । সবশেষে প্রধান অতিথি সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

সংগ্রহকৃত সহ, মোট ৫ টি প্রতিষ্ঠানের মোট ৮৪ জন প্রতিবন্ধী শিশুদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মধ্যে ছিল, বাস্কেটবল নিক্ষেপ, দৌড় প্রতিযোগিতা, গান, নৃত্য, অভিভাবক ও শিক্ষকদের বালিশ খেলা, যেমন খুশি তেমন সাজো ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হুসেইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফারুক আহমেদ উপ পরিচালক ইসলামী ফাউন্ডেশন সিরাজগঞ্জ, মো: আবুল হাসেম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিরাজগঞ্জ, মোঃ হারুন অর রশিদ খান হাসান, সভাপতি সিরাজগঞ্জ প্রেসক্লাব, নুরে এলাহী,জেলা ক্রীড়া অফিসার, ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সহ সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ও অভিভাবকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ ছেলেমেয়েদের এই মনমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগিতা মনোযোগ সহকারে উপভোগ করেন । সবশেষে প্রধান অতিথি সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

Check Also

মোংলায় যুবককে পিটিয়ে হত্যা আটক দুইজন

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ মোং লায় পূর্ব শত্রুতার জেরে মহিদুল শেখ নামে …