Saturday , 12 July 2025

উল্লাপাড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এসএসসি ফলাফলে ধস: শীর্ষে এইচ.টি ইমাম গার্লস স্কুল

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া প্রতিনিধি ॥

০ জুলাই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সিরাজগঞ্জের শিক্ষানগরী উল্লাপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া ও নিরবতা। একসময় জেলার শীর্ষে থাকা প্রতিষ্ঠান উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ফলাফল এবার ব্যাপকভাবে হতাশাজনক হয়েছে। ৩৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩২৪ জন, ফেল করেছে ৫৬ জন।

সামগ্রিকভাবে, উল্লাপাড়ার শিক্ষার মান নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে এবারের এসএসসি ফলাফল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ ছাড়া এই ধস ঠেকানো সম্ভব নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

পাশের হার ৮৫.৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৩১ জন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জেলার প্রথম সারির স্কুল হিসেবে বিবেচিত হলেও এবার ফলাফলের এমন পতনে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। গত জুনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে শিক্ষার মান নিয়ে অভিভাবকরা প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন।

এবার সেই আশঙ্কারই প্রতিফলন ঘটেছে। অন্যদিকে, পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাচীন ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকেও আশানুরূপ ফল আসেনি। ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৭ জন, ফেল করেছে ৩২ জন। পাশের হার ৭৩.১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন।

উপজেলা প্রশাসনের অধীনে পরিচালিত সানফ্লাওয়ার স্কুলের অবস্থা আরও হতাশাজনক। ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯ জন। ফেল করেছে ২৩ জন। পাশের হার মাত্র ২৮ শতাংশ এবং জিপিএ-৫ অর্জনকারী নেই। আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ১৮৫ জন। পাস করেছে ১২৫ জন, ফেল করেছে ৬০ জন। পাশের হার ৬৭.৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ জন।

এমন বিপর্যয়ের মধ্যেও কিছু প্রতিষ্ঠান আশার আলো দেখিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মুসলিম উদ্দিন জানান, এবার উপজেলায় শীর্ষে রয়েছে এইচ টি ইমাম কলেজ (সাবেক হামিদা গার্লস স্কুল)। ১৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৯ জন, ফেল করেছে ২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। জেলার শীর্ষ স্থান দখল করেছে সালেহা ইসাহাক বালিকা বিদ্যালয়, যেখানে পাশের হার ৯৯ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, যার পাশের হার ৮৯ শতাংশ।

সামগ্রিকভাবে, উল্লাপাড়ার শিক্ষার মান নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে এবারের এসএসসি ফলাফল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ ছাড়া এই ধস ঠেকানো সম্ভব নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Check Also

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা  প্রতিনিধি ॥ ঢা কা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর …