Thursday , 18 September 2025

শালিয়াগাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের জোর দাবি: ছাত্র/ শিক্ষক/ অভিভাবকদের:

॥ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ১ নং ধামাইনগর ইউনিয়ন এর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শালিয়াগাড়ি বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ।

 

“বিদ্যালয়টি এলাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় , চরম ভোগান্তির মধ্যে আছেন শিক্ষক ও ছাত্রছাত্রীগণ।

এই বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক প্রয়াত মাহবুব তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদান এবং প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক কার্যক্রমে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে । তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক না থাকায় একদিকে যেমন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে, তেমনি শিক্ষা কার্যক্রমের গুণগত মানও ব্যাহত হচ্ছে। ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে কোনোভাবে চালানো হলেও দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর।

“বিদ্যালয়টি এলাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় , চরম ভোগান্তির মধ্যে আছেন শিক্ষক ও ছাত্রছাত্রীগণ। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে শিক্ষার মান আরও নেমে যাবে।”এমনটাই মনে করেন এলাকাবাসী।

অভিভাবকগণও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান রক্ষায় অতি দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের জোর দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

Check Also

শাহজাদপুরের বাঘাবাড়ি বড়াল নদীতে ৪ দিনব্যাপী বাংলার ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু

॥ শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার …