Monday , 7 April 2025

রায়পুরায় মহাসড়কে বিক্ষোভ ও টাইয়ারে আগুন জালিয়ে শিক্ষার্থীদের অবরোধ,দুর্ভোগে ঈদে ফেরা যাত্রী সাধারন

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রসিংদীর রায়পুরায় চারার বাগ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী তারেক ও ইমরানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে বিক্ষোভ ও টাইয়ার জালিয়ে মহাসড়ক অবরোধের করেছে শিক্ষার্থীরা।

 

ঈদের পরে দিন তারেক ও ইমরান চরমরজালের একটি কফি হাউজে যায় ঘুরতে। এই সময় একটি তুচ্ছ ঘটনায় তাদের উপর সন্ত্রাসী হামলা হয়। এ হামলা তারেক ও ইমরান ছুড়িকাঘাতে গুরুতর রক্তার্থ জখম হয়।

চারারবাগ ও মরজাল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচী পালন করে।এই সময় প্রায় ২ঘন্টা সড়ক অবরোধের ফলে ঈদের পরে কর্মস্থলে ফেরা শত শত যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে।

দু পাশে প্রায় এক কিলোমিটার যানজটের সৃস্টি হয়। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বেলা আনুমানিক ১১ টায় ঢাকা- সিলেট মহাসড়কের মরজাল নাম বাসস্ট্যান্ড এলাকায়।

জানা যায়, ঈদের পরে দিন তারেক ও ইমরান চরমরজালের একটি কফি হাউজে যায় ঘুরতে। এই সময় একটি তুচ্ছ ঘটনায় তাদের উপর সন্ত্রাসী হামলা হয়। এ হামলা তারেক ও ইমরান ছুড়িকাঘাতে গুরুতর রক্তার্থ জখম হয়।

পরে তাদের স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের দ্রত গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা।

পরে খবর পেয়ে রায়পুরা থানার এস আই যুবায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তারে আশাস প্রদান করে।পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Check Also

গোয়ালন্দে গাজায় ইসরাইলী হামলায় গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ রা জবাড়ীর গোয়ালন্দে গাজায় ইসরাইলী হামলায় গণ হত্যার …