॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ী থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
থানায় সেবা প্রত্যাশীদের সমস্যাকে সহানুভূতির সাথে বিবেচনা করে যথাযথ আইনি সহায়তা নিশ্চিত করা সহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কার্যক্রম পরিচালনা করার দিকনির্দেশনা প্রদান করেন।
রবিবার ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় ফুলবাড়ী থানা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের পর থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি সেবা প্রত্যাশীদের কথা শোনেন এবং ভুক্তভোগীণ সেবা পাচ্ছে কি না সে বিষয়ে খোঁজ খবর নেন।
পুলিশ সুপার মারুফাত হুসাইন থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন থানায় সেবা প্রত্যাশীদের সমস্যাকে সহানুভূতির সাথে বিবেচনা করে যথাযথ আইনি সহায়তা নিশ্চিত করা সহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কার্যক্রম পরিচালনা করার দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম সহ থানার সকল অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন।