Tuesday , 13 January 2026

মোংলায় ৪ লক্ষ মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় তাফসিরুল কোরআন মাহফিল 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ১৭ জানুয়ারি শনিবার মোংলা কবরস্থান জামে মসজিদের উদ্যোগে দোয়া ও তাফসিরুল কোরআন মাহফিল । শনিবার ১৭ জানুয়ারি  আসর বাদ মোংলার কেন্দ্রীয় প্রধান কবরস্থানের কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও তাফসীরুল কোরাআন মাহফিল কবরস্থান জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে। এ কবর স্থানে প্রায় আনুমানিক ৪ লক্ষ মৃত ব্যাক্তি চিরনিদ্রায় শায়িত আছেন।

মোংলা পৌর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের কবরস্থানে চীরনিদ্রায় শায়ীত আছেন প্রায় আড়াই লক্ষ  মৃত্ ব্যাক্তিরা  বলে জানান কবরস্থানের প্রধান খাদেম মোঃ মজিবুর রহমান। করবস্থান ও কবরস্থান জামে মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম দরবেশ মোঃ মোতাহার আলী।

দোয়া ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে কবরস্থান জামে মসজিদের মাহফিল পরিচালনা কমিটি। এ তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জয়নাল আবেদীন। প্রধান অতিথি থাকবেন  আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কুরআন অধ্যাপক ড. মোঃ ফয়জুল হক-সিলেট, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোফাচ্ছেরে কোরআন হযরত মাওঃ আব্দুর রহমান পরিচালক, দারুল কোরআন ফাউন্ডেশন, মোংলা, ইমাম ও খতিব, কবরস্থান জামে মসজিদ, মোংলা ও মোংলা উপজেলা ইমাম পরিষদ’র সাধারণ সম্পাদক।

বিশেষ বক্তা হিসাবে থাকবেন মাওঃ ক্বারী মিরাজ মাহমুদ ধর্মীয় আলোচক, একুশে টিভি, বাংলাদেশ বেতার, ঢাকা এবংষ হযরত হাফেজ মাওঃ বনি আমিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরীন, মোংলা উপজেলা, শাখার,   খতিব মোংলা বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ।

তাফসিরুল কোরআন মাহফিলে  মা-বোনদের পর্দা সহকারে ওয়াজ শুনার সু-ব্যবস্থা থাকবে। মোংলা পৌর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের কবরস্থানে চীরনিদ্রায় শায়ীত আছেন প্রায় আড়াই লক্ষ  মৃত্ ব্যাক্তিরা  বলে জানান কবরস্থানের প্রধান খাদেম মোঃ মজিবুর রহমান। করবস্থান ও কবরস্থান জামে মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম দরবেশ মোঃ মোতাহার আলী। দরবেশ মোতাহার আলীর সময় এ কবরস্থানে প্রায় দেড় দুই লক্ষ মৃত ব্যাক্তি এখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন।

Check Also

গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে পরিবর্তনের জন্য হ্যাঁ-উপজেলা প্রশাসন।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ আ গামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণভোটে দেশের …