Friday , 4 April 2025

তারেক রহমানের পক্ষ থেকে কবিরহাটে ইফতার বিতরণ

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

বাং লাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বজলুল করিম চৌধুরী আবেদ এর পক্ষ থেকে কবিরহাটে পথচারীদের সাধারনের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

 

কবিরহাট জিরো পয়েন্টে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বজলুল করিম চৌধুরী আবেদের পক্ষ থেকে পথচারী, রিক্সাজীবী, শ্রমজীবী ও গরিব অসহায় মানুষদের মাঝে এই ইফতার বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উপজেলার বিভিন্ন স্থানেও একই কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৫ টার সময় নোয়াখালী কবিরহাট বাজারের জিরো পয়েন্টে উপজেলা যুবদলের আয়োজনে এই ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, উপজেলা যুবদলের আহবায়ক শাহাদাৎ হোসাইন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল বাসেদ হিরণ প্রমূখ।

নেতাকর্মীরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যে বড় ধরনের কোন ইফতার পার্টির আয়োজন না করে এভাবে ছোট পরিসরে গরিবদের মাঝে যেন এই রমজান মাসে ইফতার বিতরণ করা হয়।

সেই নিরিখে আজ আমরা কবিরহাট জিরো পয়েন্টে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বজলুল করিম চৌধুরী আবেদের পক্ষ থেকে পথচারী, রিক্সাজীবী, শ্রমজীবী ও গরিব অসহায় মানুষদের মাঝে এই ইফতার বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উপজেলার বিভিন্ন স্থানেও একই কার্যক্রম চলমান রয়েছে। আমরা বাকি রোজা গুলোতেও এভাবে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাব।

Check Also

স্বামীর অপরাধ ঢাকতে মরিয়া হয়ে উঠেছে স্ত্রী

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ উ ল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজ গেট …