॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের হরিনা হাঁটা গ্রামে ২৬ জুলাই ২০২৫ ইং রোজ শনিবার বিকাল ৫” ঘটিকায় বহুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, জনাব আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে, এবং মোঃ রঞ্জু সেখ এর পরিচালনায়,” ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ফুটবল ফুটবল-যুব সমাজ মাঠে ফিরুক- মাদক থেকে বিরত থাকুক”এই স্লোগান কে সামনে রেখে, হরিনা হাটা বিপ্লবী ফুটবল কর্তৃক অনুষ্ঠিত হলো ২১তম ফাইনাল ফুটবল খেলা ২০২৫।
মোঃ রঞ্জু সেখ এর পরিচালনায়,” ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ফুটবল ফুটবল-যুব সমাজ মাঠে ফিরুক- মাদক থেকে বিরত থাকুক”এই স্লোগান কে সামনে রেখে, হরিনা হাটা বিপ্লবী ফুটবল কর্তৃক অনুষ্ঠিত হলো ২১তম ফাইনাল ফুটবল খেলা ২০২৫।
উক্ত ফুটবল খেলা “শুভ উদ্বোধন” করেন,জনাব মোঃ সাইদুল ইসলাম ,শিক্ষক পরিষদ, সিরাজগঞ্জ সরকারি কলেজ ও সদস্যসচিব, বিসিএস অফিসার্স এসোসিয়েশন সিরাজগঞ্জ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এস এম রেজাউর রহমান ফিরোজ, সাবেক বহুলী ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সভাপতি ও অর্থনৈতিক বিষয়ক সম্পাদক,সিরাজগঞ্জ জেলা বিএনপি, যেখানে অংশগ্রহণ করেছেন খামার মালিক বনাম চাকরি জীবি একাদশ।
খেলার ফলাফল:চাকরি জীবি ০২ ,এবং খামার মালিক ০৩ গোলে জিতে যায়। এ সময় জনাব মোঃ হায়দার আলী, সাবেক সাধারণ সম্পাদক, বহুলী ইউনিয়ন বিএনপি’। জনাব মোঃ ফেরদৌস আলম সাবেক সহ-সভাপতি বহুলী ইউনিয়ন বিএনপি। মোঃ মাহমুদুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি।
সালেহ মাহমুদ মিয়া বাবু, সাবেক সহ সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি। অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি। মোঃ আমিনুল ইসলাম দুলাল,সদস্য জেলা স্বেচ্ছাসেবক দল। মোঃ রেজাউল করিম তালুকদার, সহকারী আইনজীবী জেলা জজ কোর্ট সিরাজগঞ্জ। মোঃ আবু তোহা পলাশ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক,বহুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
মোঃ আশিকুর রহমান,সহ সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল ও জামিল মেম্বার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় নেতারা বলেন,ক্রীড়া হচ্ছে সমাজ গঠনের একটি শক্তিশালী মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তারা একটি মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান। এই ফুটবল টুর্নামেন্ট কে ঘিরে স্থানীয় যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।