॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দরা।
পর পর বর্ণাঢ্য র্যালী নিয়ে বিশাল মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের বটতলী বাসস্ট্যান্ডে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টায় ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফুলবাড়ী সরকারী কলেজের সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন ও দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম এর নেতৃত্বে। ফুলবাড়ী সরকারী কলেজ গেট থেকে উপজেলা ও পৌর বিএনপি’র যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,সহ উপজেলার ৭ টি ইউনিয়নের উপজেলা ও পৌর বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে।
পর পর বর্ণাঢ্য র্যালী নিয়ে বিশাল মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের বটতলী বাসস্ট্যান্ডে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দীন মাষ্টার এর সঞ্চালনায় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ৭ নং শিবনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম মাষ্টার, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফুলবাড়ী সরকারী কলেজের সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দীন মাষ্টার সহ উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দরা।
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দিনাজপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজাওনুল হক কে দলীয় ভাবে মনোনয়ন দেয়ার আসা ব্যাক্ত করেন দলটির নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক,ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এ এম শাহেদ ইসলাম,যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড, কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, খয়েরবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামিম ইসলাম, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাখির বাবলু সহ উপজেলা ও পৌর বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।