॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
ব র্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোংলায় প্রায় দেড় যুগ পর উন্মুক্ত স্থানে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে আনন্দ উল্লাস।
প্রধাণ অতিথি সুজাউদ্দিন মোল্ল্যা সুজন তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে।
মোংলা পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মোংলা শ্রমিক সংঘ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল সহ র্যালি বের করা হয়। র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক সংঘ চত্বরে শেষ হয়। র্যালি সহ আনন্দ মিছিলে যুবদলের নেতাকর্মীরা ঢাক–ঢোল বাজিয়ে ও নাচ–গানে অংশ নেন। এতে মোংলা পৌর বিএনপি -জেলা যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপন ও সঞ্চালনায় ছিলেন সাবেক জেলা যুবদলের সদস্য সাবেক কাউন্সিল মোঃ আলাউদ্দিন । প্রধাণ অতিথি হিসাবে ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্ল্যা সুজন।বিশেষ অতিথি বাগেরহাট উপজেলা যুবদলের আহবায়ক এস এম এ হাসান, পৌর যুবদলের আহবায়ক সুমন পাইক, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ খোরশেদ আলম প্রধাণ বক্তা – মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম।

এছাড়াও মজিবর রহমান মঞ্জু, খালিদ মাহমুদ সোহাগ, মাসুম ভুইয়া , রতন মাহমুদ,সুমন মল্লিক, আলি হোসেন বাচ্চু, শামিম হাসান, বি,এম ওয়াসিম আরমান, মুহাম্মদ আল মামুন মল্লিক , লোকমান হোসেন, মাঝিমাল্লা সভাপতি মোঃ বেল্লাল , মোঃ হোসেন গাজী, জসিম গাজী, রাহাত হোসেন মুন্না, বাপ্পারাজ, রেজাউল করিম শুভ, মোল্লা মোহাম্মদ কামরুল, সরোয়ার হোসেন, মহাসিন ভুইয়া, মাহবুব মাহিন, শাহিন, আল আমিন, মহারাজ, আতিক সবুজ, সহ ৯ টি ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যুবশক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবে।”
প্রধাণ অতিথি সুজাউদ্দিন মোল্ল্যা সুজন তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে। বিএনপিকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আলোচনা সভায় যোগদানকরা যুবদলের নেতা কর্মীদের আহবান জানান তিনি। আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল