Saturday , 27 December 2025

দিনাজপুরের ফুলবাড়ীতে ইস্কুভেটর দিয়ে মাটি খনন জব্দ জরিমানাসহ আইনি প্রক্রিয়া প্রশাসনের

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ী উপজেলার অধিকাংশ কৃষিজমি থেকে ইস্কুভেটর লাগিয়ে মাটি খননে উপজেলা প্রশাসন কর্তৃক জব্দ জরিমানাসহ আইনি প্রক্রিয়া চলমান রেখেছেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম।

 

পুরাতন ও নতুন পুকুর পুষ্কুনি খনন করলে অনুমোদিত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে করতে হবে অনুমতি ব্যতীত যদি ইস্কুভেটর দিয়ে আবাদি জমির মাটি অথবা পুকুর খনন করা হয় আমরা ইস্কুভেটর ট্রাক্টর ট্রলি জব্দ জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

আমন মৌসুমের শেষার্ধে জমিতে পানি না থাকায় উপজেলার বিভিন্ন স্থানে মাটি খননের সরঞ্জাম ইস্কুভেটর নামিয়ে জমি সমান এবং জমিতে ফসল ভালো ফলন না হওয়ায় পুকুর খনন করার কথা বলে কৃষকদের গাড়ীচুক্তি মাটির ভালো দামের প্রলোভন দেখিয়ে এলাকার বিভিন্ন ইটভাটায় ট্রাক্টর ট্রলি দিয়ে মাটি বিক্রয় করায় সরাসরি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইস্কুভেটর ট্রাক্টর ট্রলি জব্দ জরিমানাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম।

অভিযানকালে পুরাতন পুকুর ও নতুন পুকুর খননে জমির মালিকদের প্রয়োজনীয় অনুমতি কাগজপত্র নিয়ে খননের কথা জানান এবং ইস্কুভেটর ট্রাক্টর ট্রলির মালিকদের জব্দ জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণসহ সতর্ক করেন। এ বিষয়ে ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান পুরাতন ও নতুন পুকুর পুষ্কুনি খনন করলে অনুমোদিত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে করতে হবে অনুমতি ব্যতীত যদি ইস্কুভেটর দিয়ে আবাদি জমির মাটি অথবা পুকুর খনন করা হয় আমরা ইস্কুভেটর ট্রাক্টর ট্রলি জব্দ জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Check Also

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ আ র্ত মানবতার সেবায় নি‌য়ো‌জিত,মোংলার স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও …