॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
সো মবার ভোরে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের মেঘনা উপকূলীয় এলাকার টাংকির ঘাটের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত বাহিনীর প্রধান আব্দুর রবের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র সহ ৩ ডাকাত কে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত ডাকাতরা হচ্ছে মোঃ মোস্তফা (৫০), মোঃ মিরাজ (৪৫), মোঃ সবুজ ( ৪২)।একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন ব্যবসায়ী মহল ও সমুদ্র গামী বোটের নিকট প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন, ডাকাতি, জমি দখল, মাছঘাট দখল ও বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।
এ সময় তাদের কাছ থেকে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ,ও ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা ল্যাফটেনেন্ট কমান্ডার হারুন অর রশিদ।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড ও নৌপুলিশ রবিবার রাত আটটা থেকে সোমবার ভোর পর্যন্ত ওই এলাকায় যৌথ অভিযান চালিয়ে ভোরে ডাকাত সর্দার আব্দুর রবের বাড়ি থেকে ধৃত ডাকাতদের কে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা উপকূলীয় এলাকার টাংকির ঘাটে দুর্ধষ রব বাহিনীর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন ব্যবসায়ী মহল ও সমুদ্র গামী বোটের নিকট প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন, ডাকাতি, জমি দখল, মাছঘাট দখল ও বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। আটককৃত ডাকাতদের কে আইনী প্রক্রিয়া শেষে থানায় পুলিশের কাছে সোপর্দ করা হবে।