॥ নিজস্ব প্রতিনিধি ॥
বাং লাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম সুসংঘটিত ও গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ৭ নং আলিপুর ইউনিয়ন শাখার অধীনে ০৭ নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১৬ আগস্ট) এ কমিটির অনুমোদন দেন সদর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক মো. ওয়াহেদ ফারুক (সাহিন)।তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম সুসংঘটিত ও গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ৭ নং আলিপুর ইউনিয়ন শাখার অধীনে ০৭ নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম সিদ্দিক। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ইয়ারুল ইসলাম বল্টু এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রবিউল ইসলাম ও মোশাররফ হোসেন।
এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আজহারুল ইসলাম। সদস্য হিসেবে আছেন— মো. আব্দুল আলিম, মো. সাহিদ, মো. ইয়ারুল ইসলাম, মো. মোবারক হোসেন, মো. হাফিজুল ইসলাম, হাবিবুর রহমান ও মো. আবু সিদ্দিক। নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।