Sunday , 7 September 2025

দীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে দেশের জুটমিলগুলো ধ্বংস করে দিয়েছে– মঈন খান

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

বি এনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসন আর লুটপাটের কারণে দেশের জুটমিলগুলো ধ্বংস হয়ে গেছে।

 

ঘোড়াশাল জুটমিল, ফৌজি জুটমিল পুরোপুরি বন্ধ হয়ে এখন শ্রমিকরা মানবেতর দিন পাড় করছে। তারা শুধু জুটমিলগুলোই ক্ষতিগ্রস্ত করেনি, অন্যায়ভাবে অনেক শ্রমিককেও চাকরিচ্যুত করেছে।

আজ শনিবার বিকেলে নরসিংদীর পলাশের খানেপুর বটতলা গ্রামে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মঈন খান।

মঈন খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম জুটমিলগুলোতে ৮ ঘণ্টা করে কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন। একইসঙ্গে জুটমিলগুলোর উন্নয়নেও কাজ করে গেছেন। কিন্তু গত ১৫ বছর আওয়ামী লীগ লুটপাট করে জুটমিলগুলো ধ্বংস করেছে।

তিনি বলেন, নরসিংদীর ঐহিত্যবাহী ঘোড়াশাল জুটমিল, ফৌজি জুটমিল পুরোপুরি বন্ধ হয়ে এখন শ্রমিকরা মানবেতর দিন পাড় করছে। তারা শুধু জুটমিলগুলোই ক্ষতিগ্রস্ত করেনি, অন্যায়ভাবে অনেক শ্রমিককেও চাকরিচ্যুত করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে যারা জুটমিলগুলো ধ্বংস করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দি ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা সবুজ মৈশান, শ্রমিকদলের সভাপতি আল-আমিন ভূঁইয়া, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Check Also

মোংলায় পরিচ্ছন্নতা অভিযানে বক্তারা——- ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ ডে ঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন …