Friday , 4 April 2025

মোংলা সাহিত্য পরিষদের কাব্যগ্রন্থ গোধূলীর রঙধনু’র মোড়ক উন্মোচন করলেন উপমন্ত্রী

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

দ্রোহের ও তারুণ্যের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে উৎসর্গ করে মোংলা সাহিত্য পরিষদের তৃতীয় যৌথ কাব্যগ্রন্থ “গোধূলীর রঙধনু” বইটির মোড়ক উম্মোচন করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর আয়োজিত তিন দিনব্যাপী একুশে বইমেলায় “গোধূলীর রঙধনু” বইটির মোড়ক উন্মোচন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, এমপি।

 

তারুণ্যের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে উৎসর্গ করে মোংলা সাহিত্য পরিষদের তৃতীয় যৌথ কাব্যগ্রন্থ “গোধূলীর রঙধনু” বইটির মোড়ক উম্মোচন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. নুর আলম,

পৌর কাউন্সিলর জি.এম আলামিন, জাহানার হোসেন চানু, জোহরা বেগম, পৌরসভার সচিব অমল কৃষ্ণ সাহা, বণিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান মাস্টার, অধ্যাপক মনোজ কান্তি বিশ্বাস, হাওয়া সাহিত্য পরিষদের চেয়ারম্যান কবি আফরোজা হীরা, সাপ্তাহিক মেছেরশাহ পত্রিকার সম্পাদক শেখ আসাদুজ্জামান দুলাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফাহিম হাসান অন্তর, মোংলা সাহিত্য পরিষদের আহ্বায়ক মনির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …