Saturday , 2 August 2025

বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে…মোংলায় কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামীম

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বি এনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, বাগেরহাট-০৩ আসন বিভাজন ও বাগেরহাট-০৪ আসন বিলুপ্তির ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছেন।

 

এই সংবিধান লংঘনের দায়ে নির্বাচন কমিশনকে জনগনের আদালতে দাঁড়াতে হবে। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে তিনি আরো বলেছেন, মানুষের অধিকার, ভোটের অধিকার, নাগরিক অধিকার হরণ করে আপনারা ওই গদিতে বসে থাকতে পারবেন না।

শীঘ্রই নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে ঢাকার ইসি ভবন ঘেরাও করা হবে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনারের যে আরপিও রয়েছে তার নিয়মনীতি লংঘন ও মানুষের মৌলিক অধিকার হরণ করে রাতে আধারে চোরাকারবারীর মত এই নির্বাচন কমিশন বাগেরহাটের ৪টি আসনকে কেটে তিনটিতে পরিণত করেছে। এর মধ্যদিয়ে ইসি সংবিধান লংঘন করেছেন।

এই সংবিধান লংঘনের দায়ে নির্বাচন কমিশনকে জনগনের আদালতে দাঁড়াতে হবে। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে তিনি আরো বলেছেন, মানুষের অধিকার, ভোটের অধিকার, নাগরিক অধিকার হরণ করে আপনারা ওই গদিতে বসে থাকতে পারবেন না।

শুক্রবার বিকেলে মোংলায় শ্রমিক দলের আয়োজনে সংসদীয় আসন বিভাজন ইস্যুতে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান হোসেন, বাবুল হোসেন রনি, শাহ আলম শেখ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ইমান হোসেন রিপন, পৌর মহিলা দলের নেত্রী বেবি রহমান, দুলি সহ অনেকে ।

Check Also

ফুলবড়ীতে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ীতে গাক চক্ষু হাসপাতালের …