॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
dropcap] রা [/dropcap] জবাড়ীর গোয়ালন্দে আরাফত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শনিবার উপজেলার উজানচর ইউনিয়নের সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ভাই ভাই ফুটবল একাডেমির আয়োজনে উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সন্তান। আরাফাত রহমান কোকো শেখা হাসিনার সরকারের নির্যাতনে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার স্মরনে আজকের ফুটবল খেলা। আশা করি আয়োজক কমিটি প্রতি বছর আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলার আয়োজন করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধক্ষ্য মন্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীব, মো: আকমল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম বাবলু,
জেলা কৃষক দলের আহবায়ক মো : আয়ুবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, সহ-সভাপতি মো : ইলিয়াস মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ্যাড: নিকবার মনি, মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল প্রমুখ।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সন্তান।
আরাফাত রহমান কোকো শেখা হাসিনার সরকারের নির্যাতনে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার স্মরনে আজকের ফুটবল খেলা। আশা করি আয়োজক কমিটি প্রতি বছর আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলার আয়োজন করবে।
ফাইনাল খেলায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমি বনাম এফসি বারী ফরিদপুর দল অংশ গ্রহন করেন। গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমি ৩ – ০ গোলে এফসি বারী ফরিদপুর দলকে হারিয়ে গোয়লন্দ উপজেলা ফুটবল একাডেমি বিজয়ী হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল