Sunday , 7 September 2025

মাধবদী কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হলেন যারা

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥

রসিংদীর মাধবদী কলেজে উৎসবমুখর পরিবেশে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার ৪ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তিনজন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের কলেজের পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সাধারণ অভিভাবকরা।

তারা হলেন: মোঃ ইয়াহইয়া প্রতীক: ছাতা — ১৭৮ ভোট পেয়ে প্রথম। মোঃ আব্দুস ছাত্তার ভূঁইয়া প্রতীক: আনারস- ১৫২ ভোট পেয়ে দ্বিতীয়। মোঃ আহসান উল্লাহ প্রতীক: বাইসাইকেল-১৪৬ ভোট পেয়ে তৃতীয়, অন্যান্য প্রার্থীরা ছিলেন: ওমর ফারুক প্রতীক: মোরগ-১০২ ভোট, লোকমান হোসেন সরকার প্রতীক: দেয়াল ঘড়ি-১০৮ ভোট।

কলেজ সূত্রে জানা যায়, আসন্ন ঈদ এবং বৈরী আবহাওয়ার কারণে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। ১,৩৭৫ জন ভোটারের মধ্যে মাত্র ২৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের প্রায় ২১.১৬ শতাংশ।

নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের কলেজের পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সাধারণ অভিভাবকরা।

Check Also

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল খেলায় উল্লাপাড়া উপজেলার জয়লাভ

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ শ নিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫. তারুণ্যের উৎসব সিরাজগঞ্জ ডিসি …