Tuesday , 1 July 2025

ঐতিহাসিক ভিমলপুর ইস্তেমা মাঠে ঈদগাহ মিনারের ভিত্তিপ্রস্থর উদ্বোধন।

॥  আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের ঐতিহাসিক ভিমলপুর ইস্তেমা মাঠে ঈদগাহ মিনারের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে।

 

ভিত্তিপ্রস্থর উদ্বোধন শেষে পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন ঐতিহাসিক ইস্তেমা মাঠের ঐতিহ্য ধরে রাখা সহ ঈদগাহ মাঠের সার্বিক উন্নয়ন কামনা করেন।

১৩ ই জুন শুক্রবার সকাল ১১টায় ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন ফুলবাড়ী পৌর প্রকৌশলী জনাব মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন এ সময় ঈদগাহ মাঠ কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্থর উদ্বোধন শেষে পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন ঐতিহাসিক ইস্তেমা মাঠের ঐতিহ্য ধরে রাখা সহ ঈদগাহ মাঠের সার্বিক উন্নয়ন কামনা করেন।

এর আগে পবিত্র ঈদুল ফিতর,ও পবিত্র ঈদুল আজহার জামাত শুরু হওয়ার আগে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের সাথে ঈদগাহ মাঠ কমিটির ঈদগাহের মিনার নিয়ে দুই ঈদে আলোচনা হয় আলোচনায় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় মুসল্লিরা মত দিয়ে ঈদগাহ মাঠে মিনার স্থাপন করার লক্ষ্যে অনেকে ৫০০.১ হাজার ২ হাজার ৫ হাজার কেউ ১০.২০ বস্তা সিমেন্ট কেউ রড কেউবা বালু দিয়ে সহযোগিতা করবেন বলে জানান স্থানীয় মুসল্লিগণ।

ঈদগাহ মাঠের মিনার স্থাপন সম্পুর্ণ করতে স্থানীয় মুসল্লিগণ ও মাঠ কমিটির সদস্যবৃন্দ ঐতিহাসিক ভিমলপুর ইস্তেমা মাঠের ঐতিহ্য ধরে রাখতে নিজেদের সহযোগিতার পাশাপাশি ফুলবাড়ী সহ অন্যান্য থানা উপজেলার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …