Tuesday , 1 July 2025

হাতিয়ায় ঈদুল আজহার ছুটিতে ও চালু ছিল পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম।। ঈদের বন্ধে ও ৪১ জনের প্রসব সেবা প্রদান।।

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

বিত্র ঈদুল আজহার সরকারি ছুটিতে ও থেমে থাকেনি হাতিয়া উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের জরুরী স্বাস্থ্যসেবা কার্যক্রম । গত ৫ জুন ২০২৫ থেকে ১৪ জুন২০২৫ পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় সেবা কার্যক্রম চলমান ছিল।

বাজারের দক্ষিণ মাথায় আমাদের বিএনপি এই পাঁচজন দোকানে বসে চা চক্র এবং কথাবার্তা বলছিল। অতর্কিত উত্তর দিক থেকে এসে আলমগীর কবির, নিজাম চৌধুরী ও শামীমদের ঘাটের লেবাররা হামলা চালায়। কোনোপ্রকারের উস্কানী ছাড়াই তারা এ হামলা চালিয়েছে

হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদের ছুটির মধ্যেও ৪১ জন গর্ভবতী নারীকে স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে । এছাড়া কেন্দ্রগুলোতে জরুরি ১৫৬ জনকে প্রসব পূর্ব সেবা, ৮৯ জনকে প্রসব পরবর্তী সেবা , ৫৬ জনকে শিশু সেবা, ৪৬ জনকে কিশোর কিশোরী সেবা, ৪১ জনকে পিপিএফপি সেবা, ১২৩ জনকে সাধারণ রোগী সেবা প্রদান করা হয়েছে। অন্যদিকে প্রজনন স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।

এসব সেবা দিতে সংশ্লিষ্ট পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা ঈদের ছুটি উপেক্ষা করে দায়িত্ব পালন করেছেন। সেবা গ্রহণকারী স্থানীয় একজন নারী বলেন, ঈদের ছুটিতে যখন চারিদিকে সব বন্ধ , তখন এমন জরুরি সেবা পেয়ে আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি।

হাতিয়া দ্বীপের জন্য এটা খুবই প্রশংসার দাবি রাখে। হাতিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, গর্ভবতী মা ও নবজাতকদের জন্য নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের ছুটিতেও আমরা নিশ্চিত করেছি যেন কোন মা ও শিশু প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। আমাদের টিম আন্তরিকভাবে কাজ করেছে, ফলে প্রত্যেক সেবা গ্রহীতা প্রয়োজনীয় সহায়তা পেয়েছেন । এই কাজ করতে পারা আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়। তিনি আরো বলেন, আমাদের নিয়মিত তদারকী ও সমন্বয়ের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …