Friday , 9 May 2025

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ঢাকায় অনুষ্ঠিত হয়।

॥ নিজস্ব প্রতিনিধি ॥

বাং লাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা ০২ মে ২০২৫খ্রিঃ রোজ শুক্রবার ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ঢাকায় অনুষ্ঠিত হয়।

 

শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন। আলোচনা সভায় বক্তব্যে প্রধান অতিথি, শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের অগ্রগণ্য ভূমিকা পালনের আহবান জানান। নেতৃবৃন্দের বক্তব্যে, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূর করে শিক্ষকগণের আর্থ-সামাজিক মানোন্নয়নসহ প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর আওতায় আনার দাবী জানান ।

সভাপতি মোঃ আবুল কাসেম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও চেয়ারম্যান, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মানিক, সমিতির নির্বাচন কমিশন সদস্য সচিব মোঃ সামসুদ্দিন বাবুল প্রমুখ। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ, জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দেকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন। আলোচনা সভায় বক্তব্যে প্রধান অতিথি, শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের অগ্রগণ্য ভূমিকা পালনের আহবান জানান। নেতৃবৃন্দের বক্তব্যে, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূর করে শিক্ষকগণের আর্থ-সামাজিক মানোন্নয়নসহ প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর আওতায় আনার দাবী জানান ।

আলোচনা সভায় বক্তব্যে উল্লাপাড়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম আরো বলেন, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূর করে শিক্ষকগণের আর্থ-সামাজিক মানোন্নয়ন করতে হবে। শিক্ষকদের বেতন কাঠামো পরির্তন করার পাশাপাশি তাদের পাঠ দানের সুষ্ঠ পরিবেশ করে দিতে হবে।

Check Also

বিসিজি স্টেশন হাতিয়া( কোষ্টগার্ড) ও মৎস্য অফিস  কর্তৃক যৌথ অভিযানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ৬১৫ কেজি ইলিশ জব্দ। 

॥  আরজু আক্তার,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ ন দীতে মাছধরার ৫৮ দিনের নিষেধ আজ্ঞা অমান্য করায় …