Friday , 14 March 2025

গণধোলাই দিয়ে বৈদ্যুতিক তার চোর সদস্যদের পুলিশের হাতে সোপার্দ

॥ নওগাঁ জেলা প্রতিনিধি ॥

ওগাঁ সদর উপজেলার বরুনকান্দি মোড় হতে উত্তর পশ্চিম অনুমান ৩০০ গজ দূরে আমবাগানের ভিতর ১লা মার্চ ৯:৩০ ঘটিকার সময় বৈদ্যুতিক তারের রাবারের অংশ আগুন দ্বারা পুড়িয়া তামার অংশ বাহির করিতেছে এমতাবস্থায় আশপাশের লোকজন দেখতে পায়। তখন লোকজন একত্রিত হয়ে ৪ তামার চোরদের ধরে গণধোলাই দিয়ে ৯৯৯ এ কল দিয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে।

 

ঘটনাস্থলে গিয়ে দেখি ঘটনা সত্য এমন সময় উপস্থিত লোকজনের মধ্যে কেউ ৯৯৯ এ কল দিলে পুলিশ আসলে সাধারণ জনগন চোরদের গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে চোরদের এবং কিছু চোরাই মালামাল সোপর্দ করে। এখন চোরদের জিজ্ঞাসাবাদ করে আমার চুরি যাওয়া জিনিসপত্র ফিরিয়ে দিলে আমার ব্যবসা প্রতিষ্ঠান/ দোকান পরিচালনা করতে পারবো।

উক্ত ঘটনার বিষয়ে রবিবার (২রা মার্চ) দুপুর ১:০০ ঘটিকার সময় নওগাঁ সদর মডেল থানায় প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, নওগাঁ সদর মডেল থানাধীন বরুনকান্দি মোড় হতে উত্তর পশ্চিম অনুমান ৩০০ গজ দূরে আমবাগানের ভিতর ১লা মার্চ ৯:৩০ ঘটিকার সময় আসামী ১। মোঃ সাগর (২০) পিতা মোঃ রেজাউল হক টুটুল, সাং-বরুনকান্দি, ২। মোঃ সজিব হোসেন (২৫) পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, সাং-চকপাথুরিয়া, ৩। মোঃ সাঈদ (২৯) পিতা-মোঃ সামাদ, সাং বরুনকান্দি, ৪। মোঃ বিপুল (৩৫) পিতা মোঃ মমতাজ, সাং চকরামচন্দ্র, সর্ব থানা ও জেলা নওগাঁগন সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন বৈদ্যুতিক তারের রাবারের অংশ আগুন দ্বারা পুড়িয়া তামার অংশ বাহির করিতেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সদর মডেল থানার একটি চৌকস টিম উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় বর্ণিত ৪ জন আসামীকে আটক করে।

তিনি আরো বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি আসামীরা বরুনকান্দি মোড়ে ফিরোজ হোসেনের গ্যারেজ হতে ৩ টি তামার তার যাহা ৯০ ফিট লম্বা আরও কিছু লোহার সামগ্রী চুরি করে। যাহার মধ্যে অনুমান ৫০ ফিট লম্বা রাবার গলানো তামার তার আসামীদের নিকট থেকে ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়।

আসামীরা চোরাই মালামাল যে সকল ভাংরি দোকানে বিক্রি করেছে তার তথ্য প্রকাশ করেছে। উক্ত ঘটনায় ফিরোজ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ সদর মডেল থানার মামলা রুজু করা হয়েছে। চোরাই মালামাল গ্রহনকারী ভাংরীর ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।

ঘটনার বিষয়ে ফিরোজ হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, কয়েকদিন পূর্বে আমার গ্যারেজ থেকে তামার তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে আমি থানায় অভিযোগ করি। এলাকার কিছু নেশাখোর চোরদের সাথে কথা বলি, “আমি গরীব মানুষ কিছু টাকা পয়সা দিচ্ছি তোমরা আমার জিনিসগুলো বের করে দাও তারা বলে আচ্ছা দেখতেছি” গতকাল শনিবার নওগাঁ জেলা কারাগার মসজিদ থেকে তারাবীহ নামাজ শেষ করে বের হয়ে আসছিলাম এমন সময় লোকজন আমাকে জানায় আমবাগানে আমার গ্যারেজ থেকে চুরি হওয়া তামার তারের রবার পোড়ানোর সময় লোকজন চোরদের ধরে গণধোলাই দিচ্ছে বিষয়টি শুনে আমিও ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থলে গিয়ে দেখি ঘটনা সত্য এমন সময় উপস্থিত লোকজনের মধ্যে কেউ ৯৯৯ এ কল দিলে পুলিশ আসলে সাধারণ জনগন চোরদের গণধোলাই দেওয়ার পর পুলিশের হাতে চোরদের এবং কিছু চোরাই মালামাল সোপর্দ করে। এখন চোরদের জিজ্ঞাসাবাদ করে আমার চুরি যাওয়া জিনিসপত্র ফিরিয়ে দিলে আমার ব্যবসা প্রতিষ্ঠান/ দোকান পরিচালনা করতে পারবো।

Check Also

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “সম্মিলিত প্রয়াস” রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতঃ

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা’র …