Monday , 12 January 2026

দিনাজপুরে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১ জানুয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এই আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও যথাযথ শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলার পাশাপাশি সকল সরকারি দপ্তর জনপ্রতিনিধিদের সমন্বিত সহযোগিতা এবং সাধারণ জনগণের সচেতন দায়িত্বশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও জানান তিনি

সভায় জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা(পিপিএম) তাঁর বক্তব্যে বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলার সার্বিক আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং আসন্ন নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দিনাজপুর জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও যথাযথ শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলার পাশাপাশি সকল সরকারি দপ্তর জনপ্রতিনিধিদের সমন্বিত সহযোগিতা এবং সাধারণ জনগণের সচেতন দায়িত্বশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও জানান তিনি। সভায় জেলা উপজেলার আইনশৃঙ্খলার উধ্বর্তন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

সিরাজগঞ্জ পারহাউজ কলোনী হাফিজিয়া মাদ্রাসায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ র বিবার ১১ জানুয়ারি ২০২৬ বাদ এশা সিরাজগঞ্জ পরহাউজ …