Sunday , 3 August 2025

সলংগায় সুরাইয়া (১২) নামের মাদ্রাসা পড়ুয়া শিশুর রহস্যজনক আত্মহত্যা।

॥ এম ইসলাম আরিফ, সলঙ্গা, (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

লংগার রামকৃষ্ণপুরে সুরাইয়া (১২) নামের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রী নানার বাড়ীতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা। বলাইশিমলা গ্রামের ইউসুব আলীর মেয়ে সুরাইয়া নানীর বাড়ীতে ছোট বেলা থেকেই বড় হয়েছে। পাশেই মাহমুদপুর বাজারের ইট ভাটা সংলগ্ন “মারকাযুত তাকওয়া আল ইসলামিয়া মহিলা মাদ্রাসায়” পড়াশোনা করতো।

 

মেয়েটা তার নানীর নিকটেই বড় হয়েছে। কি কারনে বা কেন এই ধরনের সিদ্ধান্ত নিলো বুঝতেই পারছি না। এত ছোট মেয়ে কোন কষ্টের কারণে এমনটি করলো, তা আমাদের জানা নেই। তবে বাড়ীতে যে ঝগড়া বিদাব হবে সেরকমও কোন বিষয় ঘটে নাই।

আত্মহত্যা বিষয়ে নানী মোছাঃ সামত ভান বলেন, আমি বাহিরের উঠানে ধান শুকাচ্ছিলাম। আছরের আযান হওয়ার পর নামাজ পড়ার জন্য ভিতরে এসে দেখি ওড়না দিয়ে আমার টিন শীটের রুমে ঝুলে আছে। তখন আমি ডাক চিৎকার করিলে আশেপাশের লোকজন চলে আসে। আমার নাতনি কে বাঁচানোর জন্য আমি ও আমার আরেক নাতী মোহাম্মদ আলী (২৩) দুইজন মিলে ওড়না মাছ দা দিয়ে কেটে নিচে নামাই। ততক্ষণে আমার নাতনি সুরাইয়া আর নেই।

এবিষয়ে আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানা যায়, মেয়েটা তার নানীর নিকটেই বড় হয়েছে। কি কারনে বা কেন এই ধরনের সিদ্ধান্ত নিলো বুঝতেই পারছি না। এত ছোট মেয়ে কোন কষ্টের কারণে এমনটি করলো, তা আমাদের জানা নেই। তবে বাড়ীতে যে ঝগড়া বিদাব হবে সেরকমও কোন বিষয় ঘটে নাই। এবিষয়ে থানা প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Check Also

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে জামায়াতের মানববন্ধন

॥ নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ জা তীয় সংসদের সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা …