॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
বাং লাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকা সমুহের মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।আটককৃত চোরাচালানকারীর তথ্য মোতাবেক নলছিড়া ঘাটের বেশ কিছু দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত ২৪ ব্যারেল এবং ২৯ টি প্লাস্টিক জেরিকেনে আনুমানিক ৫৩৭০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (২৭-০৯-২৫) দিবাগত রাতে নৌবাহিনীর একটি টহল দল নোয়াখালীর হাতিয়া উপজেলার নলছিরা ঘাট এলাকায় টহল পরিচালনা করে। টহল চলাকালীন নৌবাহিনীর গাড়ি দেখামাত্র এক ব্যক্তি একটি দোকানের সামনে থেকে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায়, নৌবাহিনী উক্ত দোকানে তল্লাশি করে। তল্লাশিকালে উক্ত দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ তেলসহ একজন চোরাচালানকারীকে আটক করা হয়।
পরবর্তীতে, আটককৃত চোরাচালানকারীর তথ্য মোতাবেক নলছিড়া ঘাটের বেশ কিছু দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত ২৪ ব্যারেল এবং ২৯ টি প্লাস্টিক জেরিকেনে আনুমানিক ৫৩৭০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬,৪৫,০০০/- (কথায়: ছয় লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা)।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিসহ জব্দকৃত অবৈধ জ্বালানি তেল যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।