Sunday , 19 October 2025

গলায় ফাঁস লাগানো কুমিরটি নদীতে ভাসছিল

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

মোং লা শহরতলীর নারকেলতলা এলাকায় রোববার সকালে নদী থেকে গলায় ফাঁস দেওয়া একটি মৃত কুমির ভেসে এসেছে। কুমিরটির শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন। প্রায় দশ হাত লম্বা কুমিরটির দেহে আঘাতের কিছু চিহ্ন লক্ষ্য করা গেছে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানিয়েছে, মৃত কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সকালে নদীতে ভেসে আসা কুমিরটি দেখে তারা তা শনাক্ত করেন। পরে তীব্র দুর্গন্ধে পুরো এলাকায় অস্বস্তির সৃষ্টি হয়। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানিয়েছে, মৃত কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Check Also

পাংশার গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে গাশ্মির মেলা পরিদর্শনে শিক্ষক নেতৃবৃন্দ

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির ঐতিহ্যবাহী …