Sunday , 27 July 2025

ফুলবাড়ীতে জিয়া পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের প্রত্যয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান এর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

২৬ জুলাই শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান এর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশ গঠনে সবাইকে সচেতন সহ জুলাই চেতনাকে ধারণ করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় আলোচনার মধ্য দিয়ে শুরু করে শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে শপথবাক্য পাঠ করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহীব্বুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,খাদ্যকর্মকর্তা শোহেল আহমেদ,ফুলবাড়ী উপজেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমান,জামায়াতে সিক্রেটারী মন্জুরুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ইমরান চৌধুরী নিশাদ, ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ শিক্ষক শিক্ষার্থী সমাজসেবক নারী উদ্যোক্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Check Also

ফুলবাড়ীতে ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ইজিবাইক সংঘর্ষে একজন …