Wednesday , 3 December 2025

যে দলের কাছে নিজের দলের লোকই নিরাপদ নয়, তাদের কাছে এ দেশের মানুষ নিরাপদ নয়– মাওলানা রফিকুল ইসলাম খান

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

 

তিনি আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়নে জনগণের ভোটই হবে বড় শক্তি এমন মন্তব্য করেন তিনি।

বুধবার উধুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় তিনি বলেন, যে দলের কাছে নিজের দলের লোকই নিরাপদ নয়, তাদের কাছে এ দেশের মানুষ নিরাপদ নয় । টেম্পু স্ট্যান্ড, বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড কিংবা বালুমহল দখল নিয়ে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করতে গিয়ে যারা নিজ দলের কর্মীকেও হত্যা করে তাদের হাতে দেশ ও সীমানা নিরাপদ নয়।

তিনি আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়নে জনগণের ভোটই হবে বড় শক্তি এমন মন্তব্য করেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন উধুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব আসাদুল্লাহ সরকার। এ সময় বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারী,উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলীম,বাঙ্গালা ইউনিয়ন জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, খানমরিচ ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, হিন্দু সম্প্রদায়ের নেতা দুলাল দাস। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Check Also

এনায়েতপুরে যমুনার চরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

॥ চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বি এনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও …