Saturday , 25 October 2025

বাংলাদেশ পুনর্গঠনে নতুন প্রজন্মের ভূমিকা অপরিসীম– এমপি মনোনয়ন প্রত্যাশী আজাদ হোসেন আজাদ

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় মরহুম রবিউল করিম সেলিম স্মৃতি আন্তঃজেলা সেমিফাইনাল ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। (২৫) অক্টোবর শনিবার বিকাল ৩টায় বেতুয়া সোনালী সংসদ পূর্ণিমাগাতী আয়োজিত বীর মুক্তি যোদ্ধা এ্যাড: শামছুল আম সভাপতিত্বে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী ও উল্লাপাড়ার সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন আজাদ।

 

তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশনায় দলের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরা খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক পথে যুক্ত করতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আজাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের পুনর্গঠনে নতুন প্রজন্মের ভূমিকা অপরিসীম। আমি চাই, তারা ধানের শীষে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গঠনে অংশ নিক। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের নির্দেশনায় দলের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরা খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক পথে যুক্ত করতে চাই।

সেমিফাইনাল খেলায় অংশ নেয় রাজশাহী একাদশ ও নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি একাদশ। খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে, যা পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে।

Check Also

উল্লাপাড়ায় ইউনিয়ন শ্রমিকলীগ নেতা এখন জামায়াতের প্রচার সম্পাদক

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ …