॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
দি নাজপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিগত বছরগুলোর মতো সাম্প্রদায়িক ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন বিগত বছরগুলোর মতো সাম্প্রদায়িক ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এবং পূজা চলাকালীন সময়ে শান্তি শৃংখলা বজায় রাখতে সকলকে সচেতন সহ জেলার সকল পূজামণ্ডপে আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা পূজার সময় সামাজিক শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে একমত পোষণ করে যেকোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য গুজব প্রতিরোধে প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার কথা জানান।
আলোচনা সভায় দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।