Friday , 9 May 2025
পাংশায় প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীতে শনিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ

পাংশায় প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীতে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

॥  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীতে শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব-২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

কর্মসূচির উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা। অনুষ্ঠানে প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মো. মনজুর রহমান মিঞার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান ও মো. কামরুজ্জামানের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমী ও প্রগ্রেসিভ আইডিয়াল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মতিন বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে পাংশা শাহজুঁই (র.) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান, প্রগ্রেসিভ আইডিয়াল এতিমখানার সুপার হাফেজ মো. জিলহাস হাসান, অভিভাবক মাওলানা মো. আমির উদ্দিন ও মো. রাইসুল ইসলাম রাসেল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন হাফেজ মো. আব্দুল মোত্তালিব। স্বাগত বক্তব্য রাখেন প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মো. মনজুর রহমান মিঞা।

এরআগে গত বৃহস্পতিবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা। অনুষ্ঠানে প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Check Also

সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলের প্রান্তিক সুবিধা বঞ্চিত সুফল ভোগিদের মাঝে ৪৯২০ টি মুরগি বিতরণ করলেন প্রাণী সম্পদ অফিস

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ বৃ হস্পতিবার ৮ মে ২০২৫ সকাল ১১.৩০ মিনিটে সদর …