॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
০ ৭ নভেম্বর ২০২৫. সন্ধে ৬. ঘটিকায় ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই মোড়ক ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে ফিল্ম এবং আর্টের উপর অধ্যয়ন করেন । আয়ারল্যান্ডের সিনিয়র কলেজ হইতে ডিপ্লোমা সম্পন্ন করেন। জন্মের পর থেকেই, আর্ট এবং সাংস্কৃতি তাহাকে যেন উদ্বেলিত করে।
বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো: মহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুর রহমান, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ সিরাজগঞ্জ সরকারি কলেজ, অ্যাডভোকেট শাকিল মো: শরিফুর হায়দার, মো: আব্দুল হামিদ, সম্পাদক দৈনিক কলম সৈনিক, অ্যাডভোকেট রায়হান মোরশেদ জহুরুল, এবং নবকুমার কর্মকার, কবি সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
“ক্লান্ত বেদুইন “কাব্যগ্রন্থটির লেখক : জাকির মালিক। জন্ম : সিরাজগঞ্জ জেলা শহরের সন্নিকটে মৌলভী পাড়া গ্রামে। বাবা তালুকদার গুলজার হোসেন ও, মা জাহানারা বেগমের ঘরে ১৯৬৯ সালে। ১৯৯৪ সালে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ হইতে তিনি সম্মান স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ফিল্ম এবং আর্টের উপর অধ্যয়ন করেন । আয়ারল্যান্ডের সিনিয়র কলেজ হইতে ডিপ্লোমা সম্পন্ন করেন। জন্মের পর থেকেই, আর্ট এবং সাংস্কৃতি তাহাকে যেন উদ্বেলিত করে।
স্কুল ও কলেজ জীবনে তিনি অনেকগুলো ভাস্কর্য তৈরি করেন। তাহার মধ্যে হাংরি সোমালিয়া, ও ক্লান্ত বেদুইন বিদ্যমান। তাহার প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৮৫ সালে, তৎকালীন ছাত্র ফ্রন্ট নেতা, নবকুমারের একটি মাসিক সাহিত্য পত্রিকায়। পরবর্তীতে ১৯৮৬ থেকে ১৯৮২ সাল পর্যন্ত লেখক এর বেশ কয়টি একক সাহিত্য সংকলন ও কবিতা গুচ্ছ প্রকাশিত হয়।
তার মধ্যে তরঙ্গ, শতাব্দী, ও সত্য কথা অন্যতম। এছাড়াও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত সমযুগ ও সমাচর পত্রিকায় আরো অনেক কবিতা প্রকাশিত হয়। এছাড়াও ১৯৯৯ সালে লেখক এর ইংলিশ কাব্যগ্রন্থ LOST LOVE & MOON প্রকাশিত হয়। তিনি দেশের বিভিন্ন সাহিত্য সংগঠন, উদিচি ও বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের অন্যতম সদস্য ছিলেন। ১৯৮৭-১৯৮৯ সাল পর্যন্ত।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল