Friday , 3 October 2025

চক মেহেদী গ্রামে বাবই পাখির বাসার রাজ্য, তিন রাস্তার মোড়ে নারকেল গাছে প্রকৃতির অপূর্ব সাজ

॥ আরিফুল ইসলাম আরিফ,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম—চক মেহেদী। নিত্যদিনের কোলাহল থেকে দূরে, এই গ্রামের তিন রাস্তার মোড়ে দেখা মিলছে এক ব্যতিক্রমী ও নয়নাভিরাম দৃশ্যের। সেখানে নারকেল গাছের সারিতে সারি সারি ঝুলে আছে অসংখ্য বাবই পাখির বাসা, যা যেন এক অনন্য প্রকৃতিক শিল্পকর্ম।

 

এটি প্রমাণ করে যে মানুষ আর প্রকৃতি একসাথে সহাবস্থান করতে পারলে কতটা সৌন্দর্য সৃষ্টি হতে পারে। একটু সচেতনতা আর যত্ন নিলেই এই বাসাগুলো আরও অনেক বছর টিকে থাকবে এবং আমাদের চোখ জুড়িয়ে যাবে।

বাবই পাখিরা এভাবে একসাথে দল বেঁধে বাসা বাঁধে সাধারণত নিরাপদ ও শান্ত পরিবেশে। চক মেহেদী এই গ্রামের রাস্তার মোড় তাদের জন্য যেন একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। শত শত বাবই পাখির চিৎকার, ডানা ঝাপটানো আর বাতাসে দোল খাওয়া বাসাগুলো যেন প্রকৃতির এক জীবন্ত সংগীত।

“প্রতিদিন সকালে ঘুম ভাঙে এই পাখির ডাকেই। মনে হয় যেন গ্রামে এক অদ্ভুত আনন্দ ছড়িয়ে পড়ে। চকমেহেদি গ্রামের তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি নারিকেল গাছে গড়ে উঠেছে বাবুই পাখির অসংখ্য বাসা। একঝাঁক বাবুই পাখি নিপুণ হাতে গড়ে তুলেছে চোখ জুড়ানো বাসা, এ যেন ঝুলন্ত মাটির কলসি।

স্থানীয়রা জানান, বছর খানেক ধরে গাছটিতে বাসা বাঁধছে বাবুইরা। গাছটি এখন তাদের নিরাপদ আশ্রয়। পথচারীরা থমকে দাঁড়ান এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগে। এলাকাবাসীরা চান, এই প্রাকৃতিক সৌন্দর্য ও পাখির বাসা যেন নিরাপদ থাকে—প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হোক সংরক্ষণের উদ্যোগ।

শুধু সৌন্দর্যই নয়, এই বাসাগুলো এলাকার জীববৈচিত্র্যের দৃষ্টান্তও বটে। চক মেহেদী গ্রামে এই তিন রাস্তার মোড়ে বাবই পাখির বাসা শুধু একটি মনোরম দৃশ্য নয়, এটি প্রমাণ করে যে মানুষ আর প্রকৃতি একসাথে সহাবস্থান করতে পারলে কতটা সৌন্দর্য সৃষ্টি হতে পারে। একটু সচেতনতা আর যত্ন নিলেই এই বাসাগুলো আরও অনেক বছর টিকে থাকবে এবং আমাদের চোখ জুড়িয়ে যাবে।

Check Also

জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূজামণ্ডপ পরিদর্শন।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ …