॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোং লায় পৌষের প্রচন্ড শীত জেঁকে বসেছে। শীতে জুবুথুবু অবস্থা মোংলার উপকূলে। সাগর ও সুন্দরবন সংলগ্ন এ উপকূলে গত কয়েকদিন ধরে শীতে প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ঘন কুয়াশায় আচ্ছাদিত আকাশসহ চারপাশ।
নদীতে শীতের কাপুনি নিয়ে নৌযান চালাচ্ছেন মাঝিরা। গাড়ীর চালক মহসিন মৃধা ও জাকারিয়া হাওলাদার বলেন, কুয়াশায় রাস্তা কিছু দেখা যাচ্ছেনা। হেডলাইট চালিয়ে গাড়ী চালাতে হচ্ছে। আর শীতে তো কষ্ট হচ্ছেই। ঘরে বসে থাকলে তো পেট চলবেনা।
কুয়াশায় সড়কে যান চলছে হেডলাইট জ্বালিয়ে। আর নদীতে কুয়াশায় ঢাকা। দেখা যাচ্ছেনা কোন কিছুই। কুয়াশার মধ্যে হাজার হাজার ইপিজেডের কর্মজীবী নারী পুরুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে মোংলা নদীর খেয়া । আর ঘন কুয়াশায় বন্দরে অবস্থানর বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও পরিবহণ কাজ বিঘ্নিত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বড় বড় নৌযান চলাচল থেকে বিরত রয়েছে। প্রচন্ড শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। রাস্তায় গাড়ী চালাতে গিয়ে শীতে আক্রান্ত হচ্ছে চালকেরা।

আর নদীতে শীতের কাপুনি নিয়ে নৌযান চালাচ্ছেন মাঝিরা। গাড়ীর চালক মহসিন মৃধা ও জাকারিয়া হাওলাদার বলেন, কুয়াশায় রাস্তা কিছু দেখা যাচ্ছেনা। হেডলাইট চালিয়ে গাড়ী চালাতে হচ্ছে। আর শীতে তো কষ্ট হচ্ছেই। ঘরে বসে থাকলে তো পেট চলবেনা।
ফেরির ড্রাইভার সোহরাব হোসেন বলেন, কুয়াশার নদীতে কিছু দেখা যাচ্ছেনা। কুয়াশার মধ্যে চালাচলে দুর্ঘটনার শংকা রয়েছে। কারণ এ চ্যানেল দিয়ে প্রচুর নৌযান চলাচল করে। কার্গো জাহাজের ইলিয়াস মাস্টার বলেন, মাল বোঝাই করে বসে আছি। কুয়াশায় জাহাজ চালানো যাচ্ছেনা, কুয়াশা কমলে জাহাজ নিয়ে যাবে। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, শীত ও কুয়াশা আরো কয়েকদিন অব্যাহত থাকবে। এরমধ্যে আবার শীতের প্রকোপ বৃদ্ধির আভাস রয়েছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল