Saturday , 1 November 2025

মোংলায় পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী সহ আটক তিন

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসার অভিযোগে নজরুল নজু সহ দুই সহযোগীকে আটক করা হয়েছে। (১৫ সেপ্টম্বর ) সোমবার পৌর শহরের মাদ্রাসা রোড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

মোংলা থানা পুলিশের নেতৃত্বে পৌর শহরের মাদ্রাসা রোড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি তল্লাশি চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সহ তিন জনকে আটক করা হয়।

আটকরা হলেন- মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা মৃত ইউনুস আলী সরদারের ছেলে নজরুল ইসলাম নজু(৪৫) শহিদুল ইসলামের ছেলে ফয়সাল হেসেন রাব্বি (২২) মিঠাখালি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খাসের ডাঙ্গা গ্রামের মৃত আনিস শেখের ছেলে আল আমিন শেখ (৩৫)

মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, গোপন তথ্যের মাধ্যমে মোংলা থানা পুলিশের নেতৃত্বে পৌর শহরের মাদ্রাসা রোড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি তল্লাশি চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সহ তিন জনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তিনি আরো জানান, ভবিষ্যতেও এধরনের অভিযান মোংলা থানা পুলিশ অব্যাহত রাখবে।

Check Also

ধামাইনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত অগ্রসর কর্মী বৈঠক ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বাং লাদেশ জামায়াতে ইসলামী ধামাইনগর ইউনিয়ন শাখার উদ্যোগে …