Monday , 10 March 2025

সিরাজগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে তিন ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা, একটিকে উচ্ছেদ

॥ আরিফুল ইসলাম, রায়গঞ্জ  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

রিবেশ সংরক্ষণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ। অদ্য ১০ মার্চ ২০২৫ খ্রি: তারিখে রায়গঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিবেশ দূষণ সৃষ্টি করছিল। অভিযান চালিয়ে প্রশাসন একটি শক্তিশালী বার্তা দিল যে, অবৈধ ইটভাটাগুলো আর ছাড় পাবে না।

জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, রায়গঞ্জ উপজেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মেসার্স বন্ধন/খান ব্রিকস নামক ইটভাটাকে ৫ লাখ টাকা ও মেসার্স খন্দকার ব্রিকস-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স মাস্টার এন্ড সন্স/পিংকি ব্রিকস, পাইকরা, রায়গঞ্জ ইটভাটাটি সম্পূর্ণ চিমনি ও কিলন ভেঙে উচ্ছেদ করা হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিবেশ দূষণ সৃষ্টি করছিল। অভিযান চালিয়ে প্রশাসন একটি শক্তিশালী বার্তা দিল যে, অবৈধ ইটভাটাগুলো আর ছাড় পাবে না। এ ধরনের অভিযান চলমান রাখার দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Check Also

নওগাঁয় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন নওগাঁ জেলা প্রশাসক

॥ নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে আজ ১০.০৩.২৫ ইং রোজ সোমবার সকাল ৯.০০ টায় …