Sunday , 25 May 2025

হাতিয়ায় তিন দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নি য়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিন ব্যাপী ভূমি মেলা’২০২৫ উদ্বোধন করা হয়েছে। হাতিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন বলেন, দ্বীপের মানুষের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দেয়া, ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আরো সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এ ভূমি মেলার আয়োজন।

রবিবার (২৫ মে) হাতিয়া উপজেলা ভূমি অফিসের প্রাঙনে অনুষ্ঠিত উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।

এ সময় উপস্থিত বক্তব্য রাখেন হাতিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম ইব্রাহীম, হাতিয়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. ইফতেখার হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ওয়াজউদ্দিন বুড়িচর ইউনিয়নের ভূমি কর্মকর্তা আব্দুর রহিম প্রমূখ ।

দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি, ভূমিসেবা সংক্রান্ত এক আলোচনা সভা, ভূমি সেবা প্রত্যাশীদের মাঝে লীফলেট বিতরণ, গণশুনানী, ভূমি বিষয়ক সাধারণ অর্জনের লক্ষ্যে উপজেলা হলরুমে ছাত্রছাত্রীদের মধ্যে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের নিয়ে স্থানীয় ভূমির জটিলতা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন বলেন, দ্বীপের মানুষের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দেয়া, ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আরো সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এ ভূমি মেলার আয়োজন। সাধারণ মানুষ এ মেলা থেকে যদি সম্যক ধারণা পায় তবেই এ মেলার উদ্দেম্য স্বার্থক হবে।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মর্তা ও কর্মচারী সহ স্কুলের ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেনি পেশার সেবা

Check Also

চার ব্যবস্থাকে জনবান্ধব করে ন্যায় বিচার নিশ্চিত করার আহবান …….চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ বাং লাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট …