Thursday , 4 September 2025

দোহারে ভ্রাম্যমাণ আদালতে দুই নারী সহ ৩ মাদক সেবীর সাজা

॥ বিশেষ  প্রতিনিধি (দোহার-নবাবগঞ্জ) ॥

ঢা কার দোহারে ৩ মা/দ/ক/সেবীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার নিকড়া গ্রামের বাচ্চু শেখের মেয়ে বিথী আক্তার, চর জয়পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে রায়হান এবং বটিয়া গ্রামের রহিম খন্দকারের মেয়ে শারমিন আক্তার বন্যা। সোমবার (২জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিবগাত উল্লাহ বলেন, মা/দ/ক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তদেরকে সাজা দেয়া হয়েছে। মা/দ/কের বিরুদ্ধে এ ধরনের অভিযান দোহারে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আদালত সূত্রে জানা যায়, বিথী, রায়হান ও বন্যা নামের ৩জনকে মা/দ/ক সেবনের সময় রাইপাড়া ইউনিয়নের বড় ইকরাশী এলাকা থেকে আটক করে দোহার থানা পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিবগাত উল্লাহ বলেন, মা/দ/ক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তদেরকে সাজা দেয়া হয়েছে। মা/দ/কের বিরুদ্ধে এ ধরনের অভিযান দোহারে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Check Also

তারুণ্যের উৎসব সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে সদরনপৌরসভা ১-০ গোলে জয়ী।

॥ এম আরিফুল ইসলাম , সলঙ্গা  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বু ধবার বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে …