Saturday , 1 November 2025

সলংগার রামকৃষ্ণপুরে প্রাচীন কষ্টি পাথরের শিবলিঙ্গসহ ৩ পাচারকারী গ্রেফতার।

॥ এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রাম থেকে প্রাচীন কষ্টি পাথরের তৈরি একটি শিবলিঙ্গসহ তিনজন পাচারকারীকে আটক করেছে র‍্যাব-১২। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ বিদেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক তথ্যমতে, দবিরগঞ্জ গ্রামের পলাতক আসামি হামিদুর রহমান ওরফে লাবুর বাড়ির পাশের একটি টিনসেড ঘরে অভিযান চালিয়ে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। শিবলিঙ্গটির দৈর্ঘ্য বেসসহ প্রায় ১২ ইঞ্চি এবং প্রস্থ ৩৪ ইঞ্চি।

এ সময় তিনজনকে আটক করা হয়। তারা হলেন মো. জাহাঙ্গীর আলম (৫২), মো. শহিদুল ইসলাম (৫২) ও মো. কফিল উদ্দিন (৪৮)। তিনজনই সলঙ্গা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ বিদেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

জমি নিয়ে বিরোধের জেরে চাচা হাতে ভাতিজা খুন

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার …