Friday , 29 August 2025

সিরাজগঞ্জে মাছচাষিদের মাঝে তেলাপিয়া পোনার বিতরণ

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জে মাছ চাষীদের মাঝে বিনামূল্যে তেলাপিয়া মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক। জেলার ৩২টি শাখার ৩৩৩ জন মাছচাষির মধ্যে ৩ লাখ ৩৩ হাজার তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়।

 

বক্তারা জানান, এ ধরনের উদ্যোগ মাছচাষিদের উৎপাদন বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

এছাড়া, এ্যাক মাইক্রোফাইন্যান্স সিরাজগঞ্জের ৩টি শাখার ২৪৭ জন মাছচাষির মধ্যে আরও ২০টি জলাশয়ে এই পোনা ছাড়া হয়। প্রতিটি মাছচাষিকে গড়ে এক হাজার করে তেলাপিয়া পোনা প্রদান করা হয়।

পোনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক এরিয়া অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান, জেলা সমন্বয়ক মো. রহিস উদ্দিন, কৃষি ও বীমা প্রকল্পের ডিভিশনাল সিনিয়র স্পেশালিস্ট মো. আশরাফুল আলম, উল্লাপাড়া এরিয়া ম্যানেজার মোছা. মাহমুদা খাতুন, কৃষি ও বীমা প্রকল্পের সংসার কো-অর্ডিনেটর মো. শাহিদ হাসান, মো. নাকিবুর রহমান, সিরাজগঞ্জ জেলা এ্যাক অফিসার মো. আল আমিন প্রমুখ।

বক্তারা জানান, এ ধরনের উদ্যোগ মাছচাষিদের উৎপাদন বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

Check Also

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন …